গোলাপি ঠোঁটের কালো ছোপ দূর করুন

চেহারায় ঠোঁট অনেক ছোট জায়গা দখল করে থাকলেও সেখানে কালো ছোপ অবশ্যই বেমানান। একটি সুন্দর চেহারার জন্য এক জোড়া সুন্দর ঠোঁট অবশ্যই গুরুত্ব বহন করে। সেখানে কালো ছোপ সেই সৌন্দর্য পুরোটাই নষ্ট করার জন্য যথেষ্ট। ঠোঁটে কালো ছোপ পড়তেই পারে, সেই ছোপ কিভাবে উঠাবেন। আসুন জেনে নেই ঠোঁটে কালো ছোপ উঠানোর কিছু নিয়ম:

সপ্তাহে অন্তত দুবার হাতের ভেজা আঙ্গুলের ডগায় চিনি নিয়ে আলতো করে ঠোঁটে ঘষুণ। রাতে শোয়ার সময় লিপ বাম লাগান। এতে আদ্রতা বজার থাকবে। বাচ্চাদের দাঁত মাজার ব্রাশে টুথপেস্ট লাগিয়ে আলতো করে ঠোঁটে মাজুন। এতে ঠোঁটে ফোলা ভাব ও গোলাপি ভাব ফিরে আসবে।

মধু, চিনি ও অলিভওয়েল সম পরিমাণ নিয়ে ঠোটে ঘষে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। এই ময়েশ্চারাইজার অনেক উপকার দিবে।

ভিটামিন ই ক্যাপসুল ঘুমানোর আগে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁট নরম হবে। রোদে পুড়েও ঠোঁট কালো হতে পারে। তাই এসপিএস ১৫ যুক্ত লিপবাম লাগিয়ে বের হোন।

অ্যালয়ভেরা জেল লাগিয়েও বের হতে পারেন। এতে ধুলো ময়লা থেকে রক্ষা পাবে ঠোঁট।

লাল সবজি ও ফল খেতে পারেন এতে ঠোঁটে লাল ভাব ফুটে উঠবে। ঠোঁটের শুষ্কতা কাটাতে প্রচুর জল ও ভিটামিন সি খান উপকার পাবেন। চা খফি খাওয়া কমিয়ে দিন ঠোঁট কালো হবে না।

ঠোঁট চাটা ও কামড়ানো বন্ধ করুন। তাহলেও ঠোঁট কালো হবে না।



মন্তব্য চালু নেই