গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাইটি’র উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে পথসভা

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জে সামাজিক সংগঠন ‘গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাইটি’র উদ্যোগে ইভটিজিং বিরোধী র্যা লী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় র্যা লীটি উপজেলা সদর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে চৌমুহনীতে এসে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধীতে যুব সমাজ সর্ব প্রথম জড়িয়ে পড়ে। ইভটিজিং প্রতিরোধে ছাত্র ও যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে ইভটিজিং প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে ইভটিজিং মুক্ত দেশ গড়া সম্ভব হবে। সামাজিক সংগঠন গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাটি’র ইভজিটিং প্রতিরোধের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও বলেন, ইভটিজিং প্রতিরোধে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।

গোলাপগঞ্জ ডেভোলাপ সোসাইটি’র সভাপতি জাহিদ হাসান রাতুলের সভাপতিত্বে ও সেক্রেটারী জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত র্যা লী পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ রিপোর্টারস্ ইউনিটি’র প্রচার সম্পাদক খালেদ হোসেন, স্বেচ্ছাসেবক পাঠশালার সভাপতি মোহাম্মদ রুবেল আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য জাকারিয়া মোহাম্মদ, গোলাপগঞ্জ ডেবলাপ সোসাটির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক ছয়ফুল আলম, অর্থ সম্পাদক ওলিউর রহমান বাবলা, প্রচার সম্পাদক শেখ রিমন আহমদ শিমুল, ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক বাপ্পী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকন আহমদ, সদস্য রিমুল আহমদ, মিছবাহ উদ্দিন, সামাদ আহমদ, রোমন আহমদ, সুজন আহমদ, মামুন আহমদ, নাজির আহমদ, আব্দুল আহাদ, আলী হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই