গোলাপগঞ্জে সাংবাদিকদের সাথে আনোয়ার শাহজাহানের মতবিনিময়
আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের উদ্যোগে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।
দৈনিক রূপবাণী পত্রিকার প্রতিনিধি শহিদুর রহমান সুহেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট চিত্রশিল্পী বাইস কাদির, দৈনিক জালালবাদ প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি এনামুল হক এনাম, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল জলিল, দৈনিক যুগভেরী প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক নয়াদিগন্ত ও সবুজ সিলেট প্রতিনিধি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, সাপ্তাহিক বৈচিত্রময় সিলেটের সম্পাদক আবুল কাশেম রুমন, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি গোলাম দস্তগীর খান ছামিন, সাপ্তাহিক হলি সিলেট’র নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের স্টাফ রিপোর্টার ইমরান আহমদ, সাপ্তাহিক বাংলার মাটি প্রতিনিধি আজিজুর রহমান খান, দৈনিক দেশকাল প্রতিনিধি শফিক উদ্দিন আহমদ। সভায় বক্তারা সাংবাদিকদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। তারা গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক প্লাটফর্মে মিলিত হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে সদ্য মৃত্যুবরণকারী সিলেটের বিশিষ্ট সাংবাদিক মরহুম আব্দুর রাহমান ও শিক্ষাবিদ প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট বাণী প্রতিনিধি আব্দুল লতিফ সরকার, দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, ফটো সাংবাদিক জাবলু তালুকদার, সাপ্তাহিক সিলেট প্রান্ত প্রতিনিধি আব্বাস উদ্দিন, দৈনিক দেশপ্রান্ত প্রতিনিধি জালাল আহমদ চৌধুরী, দৈনিক সমাচার প্রতিনিধি এমজি মোস্তফা, ডেইলী সিলেট ডটকম প্রতিনিধি জাহিদ উদ্দিন, সাপ্তাহিক সুরমা টাইমস প্রতিনিধি কেএম আব্দুল্লাহ, সাপ্তাহিক বিয়ানীবাজার অনলাইন নিউজ প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি কেএম সুহেল আহমদ, নিরাপদ নিউজ ডটকম’র বদরুল আলম, সাংবাদিক শেখ জাহিদ হাসান, জাকারিয়া মোহাম্মদ, সাইফুল ইসলাম, রায়হান আহমদ প্রমুখ।
মন্তব্য চালু নেই