গোপনে হাসপাতালে অনুষ্কা
অনুষ্কার রোমান্স এমনকি প্রেমিকাকে নিয়ে পাগলামির খবর এর আগে অনেক জেনেছেন সবাই। বলিউডের কিউট কুইন খ্যাত অনুষ্কা শর্মা এবার ভিন্ন ভাবে আলোচনায় আসছেন।
কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। আর অনুষ্কা এ বিষয়ে কিছুই জানাতে রাজি হন নি। হাসপাতাল থেকে মিলেছে তার হাসপাতালে ভর্তির রহস্য।
আসছে অনুষ্কা প্রযোজিত নতুন ছবি ‘এনএইচ১০’-এর প্রচারণা চলছে। এ কাজটি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলিউডের এ অভিনেত্রী। এ কারণে নাকি তিনি ব্যথা অনুভব করছিলেন। এজন্য একাএকাই হাসপাতালে যান তিনি। তবে আসল বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে বেরিয়ে আসে আরেক রহস্য।
আর সেটা হলো হাসপাতালে ভর্তির বিষয়টি ছিলো তার শুধুই স্ট্যান্টবাজি। বলিউড মুল্লুকে অনুষ্কার এ বিষয়টি নিয়ে চলছে নানা কথা। অনেকে বলেছেন ছবিটিকে আলোচনায় রাখার জন্যই যা খুশি তাই করে বেড়াচ্ছেন তিনি। অনেকে বিতর্ক ছড়ালেও অনুষ্কা তাতে কান দিচ্ছেন না।
সমালোচকদের মতে অনুষ্কা এ কাজ করলে তার ফল ভালো হবে না। তবে ছবির প্রচারনার জন্য স্ট্যান্টবাজি বললেও অনুষ্কা শারীরিক দুর্বলতার জন্যই হাসপাতালে গিয়েছেন হাসপাতাল কতৃপক্ষের ভাষ্য।
মন্তব্য চালু নেই