গোপনে পর্নোগ্রাফির শ্যুটিং, আটক ২৮
সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন, কাট… এই শব্দগুলো কানে আসছিল। বোঝাই যাচ্ছিল ওই বাড়িটিতে শ্যুটিং চলছে। তবে আশপাশের মানুষ ভেতরের খবর না জানলেও পুলিশ জেনেছিল ঠিকই। তার পর পুলিশের ঢুঁ। আটক ২৮।
কলকাতার সল্টলেকের বিধাননগরের ওই বাড়িটিতে সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশ হানা দেন। চুপিসারে পর্নোগ্রাফির শ্যুটিং চলছিল বাড়িটিতে।
এদিকে বাড়িতে পুলিশ দেখে শ্যুটিং কর্তা, রসাভিনেত্রী-রসাভিনেতাসহ কলাকুশলীদের ‘হাতে হারিকেন’ হওয়ার যোগাড়। পুলিশি হানার আগাম খবর না-থাকায়, সতর্ক হতে পারেননি শ্যুটিংয়ের কলাকুশলীদের কেউই। অশালীন অবস্থাতেই মোট ২৮ জনকে পাকড়াও।
ধৃতদের মধ্যে দুজন ক্যামেরাম্যান ছাড়াও রয়েছেন ওই বাড়ির মালিক। বাড়িটি সাধারণত বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয়। সেই বাড়ি ভাড়া নিয়েই চলছিল অশ্লীল ছবি তৈরির কাজ।
পরে লে-হালুয়া অবস্থা। দুটো ক্যামেরা বাজেয়াপ্ত। মঙ্গলবার আটককৃতদের আদালতে তোলা হবে।
মন্তব্য চালু নেই