গুলশান হামলা: অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘গুলশান হামলার অস্ত্রের উৎস আমরা জানতে পেরেছি। এছাড়া এ হামলার মাস্টার মাইন্ড দু-একজনের নামও পেয়েছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
সোমবার সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গুলশানে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে তা আগেও ব্যবহার করা হয়েছে। অস্ত্র যে আধুনিক তা বলবো না। আমরা অস্ত্র এবং এর উৎসও পেয়েছি। জঙ্গিবাদ প্রতিরোধে আমরা দুভাবে কাজ করছি। একটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আরেকটি হচ্ছে জনসচেতনতামূলক ব্যবস্থা।’
প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তথ্য সংগ্রহ করবে এবং অভিযান চালাবে। আর সচেতনতামূলক ব্যবস্থা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি।
মন্তব্য চালু নেই