গুলশানে হামলার ঘটনায় আনসার আল ইসলামের দায় স্বীকার
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে।
অপর দিকে আনসার আল ইসলাম বাংলাদেশ ঘটনাটির দায় স্বীকার করেছে। জঙ্গী সংগঠনটি তাদের অফিসিয়াল টুইটার পেজে টুইট করেছে, বাংলাদেশে গুলশানে আমাদের অভিযান শুরু হয়েছে। কয়েকজন বিদেশী কূটনীতিক (জিহাদী)কে জিম্মি করেছি আমরা।
মন্তব্য চালু নেই