গুলশানে ছাত্রদল নেতাদের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে ছাত্রদল নেতারা বিক্ষোভ করছে। বুধবার সন্ধ্যার পর থেকেই সেখানে জড়ো হতে থাকে বিভিন্ন গ্রুপের ছাত্র নেতারা।
রাত সোয়া ৮টার দিকে সহস্রাধিক ছাত্র নেতাদের জমায়েত লক্ষ্য করা যায়। রাজিব আহসান, আকরামুল হাসানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সুপার ফাইভ কমিটি হয়েছে- ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে পরার পর এ বিক্ষোভ দেখাচ্ছে তারা।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর প্রতি ছাত্র নেতারা ক্ষোভ প্রকাশ করছেন। ‘এ্যানী টুকুর ফাঁসি চাই, এ্যানী-টুকু দুই ভাই, এক দড়িতে ফাঁসি চাই, মান্নান ভূইয়ার ভাতিজা আকরামের ফাঁসি চাই’- এমন স্লোগান দিচ্ছেন তারা।
আনিসুর রহমান তালুকদার খোকন, ওবায়দুল হক নাসির, ইসহাক সরকার, মামুন রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ, মহিদুল হাসান হিরুসহ বিভিন্ন গ্রুপের অনুসারীরা বিক্ষোভ মিছিল করছে।
উল্লেখ্য, ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে তরুণ-বয়স্কদের মধ্যে দ্বন্দ্ব চলছে। তারা আশা করছেন, বেগম খালেদা জিয়া ছাত্রদলকে একটি গ্রহণযোগ্য কমিটি উপহার দেবেন।
মন্তব্য চালু নেই