গুলশানের ঘটনায় মামলা হবে আজ

রাজধানীর গুলশানের হলি আর্টিজেন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় আজ সোমবার মামলা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেছেন, এ ঘটনায় হত্যা, বিস্ফোরক এবং অস্ত্র আইনে মামলা করা হবে। পুলিশ বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করবে।

আইজিপি আরো বলেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও চাইলে মামলা করতে পারবেন।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে শোকসভা শেষে আইজিপি সাংবাদিকদের এসব কথা বলেন।



মন্তব্য চালু নেই