গুগলের ইন্টারনেট বেলুন চিলিতে বিধ্বস্ত

গুগলের বেলুনের মাধ্যমে সারা পৃথিবীতে ইন্টারনেট ছড়িয়ে দেবার প্রকল্প প্রজেক্ট লুনের একটি বেলুন চিলির ভূমিতে বিধ্বস্ত হয়েছে। গুগল জানিয়েছে, পরীক্ষামূলকভাবে বেলুনটি উড্ডয়নের সময় ভূমিতে বিধ্বস্ত হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, গত শনিবার দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের দেশ চিলির একটি খামারে গুগলের ইন্টারনেট বেলুন বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বেলুনটি যেখানে বিধ্বস্ত হয়েছে যেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। জায়গাটা লস এঞ্জেলসের পূর্ব পাশে।

এই ঘটনায় চিলির সিভিল সিভিল এভিয়েশন অথোরিটি তদন্তে নেমেছে।

গুগল স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই বেলুন বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ছিল পরিকল্পিত। বেলুনটি বিধ্বস্ত হওয়ার পেছনে স্থানীয়দের হাত থাকতে পারে।

এ বিষয়ে চিলি পুলিশ কোনো মন্তব্য করতে রাজী হয়নি।



মন্তব্য চালু নেই