গাড়ি বৈধ না অবৈধ জানাবে ডিজিটাল মেশিন

গাড়ির ফিটনেস এবং বৈধতার মামলা এখন থেকে আর কাগজ-কলমে নয়, এবার থেকে হবে ডিজিটাল মেশিনে। আর সেই মেশিনটির নাম ‘ট্রাফিক পোস্ট ডিভাইডার’।
বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান মোড়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ সার্জেন্টদের হাতে এ ডিজিটাল মেশিনটি হস্তান্তর শেষে এমন মন্তব্যই করেন।
বেনজীর আহমেদ বলেন, ‘এই মেশিনের ফলে কমে আসবে গাড়ির মালিক, চালক ও ট্রাফিক সার্জেন্টদের হয়রানি। এতে করে খুব অল্প সময়েই সার্জেন্টরা গাড়ির বৈধতা শনাক্ত করতে পারবেন।’
ট্রাফিক পোস্ট ডিভাইডারের উদ্যোগটি ২০১২ সালে গ্রহণ করা হয় দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ‘এই মেশিনের ফলে খুব সহজেই ট্রাফিক সার্জেন্টরা জানতে পারবেন আটককৃত গাড়ির নামে আগে কোনো মামলা ছিল কি না। তাছাড়া এতে খুব অল্প সময়েই সংক্রিয় পদ্ধতিতে মামলার কাগজ প্রিন্টআউট হয়ে আসবে।’
এসময় ডিএমপির এডিসি মাসুদুর রহমান জানান, প্রাথমকিভাবে ৫০০টি ট্রাফিক পোস্ট ডিভাইডার মেশিন সার্জেন্টদের হাতে দেয়া হবে। এগুলো আনা হয়েছে চীন থেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা।



মন্তব্য চালু নেই