গাড়ি চালানোর সময় অন্তরঙ্গ, প্রেমিক নিহত

ভারতের উত্তর প্রদেশে চলন্ত গাড়িতে যৌনমিলনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় প্রেমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রেমিকা। সোমবার রাতে পিলিভিট জেলার পিলিভিট-পুরানপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরানপুর জেলার বাসিন্দা ৩১ বছরের ওই যুবক সোমবার রাতে পিলিভিট জেলা থেকে তার ২৪ বছর বয়সি প্রেমিকাকে গাড়িতে তুলে নেন। পিলিভিট-পুরানপুর মহাসড়কে বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গজরৌলা থানার কর্মকর্তা রাজেশ যাদব জানান, গাড়ি থেকে নগ্ন অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। সম্ভবত তারা চলন্ত গাড়িতে যৌনমিলন করছিলেন। এ সময় তারা হয়তো বিপরীত দিক থেকে আসা ট্রাকটি দেখতে পায়নি এবং এটিকে পাশ কাটিয়ে যেতেও পারেনি। ঘটনাস্থলেই গাড়িচালকের মৃত্যু হয়েছে। মেয়েটি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তবে তিনি এখন বিপদমুক্ত।

এ ঘটনায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই