গার্মেন্টসকর্মীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর তালা কারখানা এলাকার ১৫ বছরের কিশোরী গার্মেন্টসকর্মীকে ধর্ষণে অভিযোগে স্বপন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে মাসদাইর তালা কারখানা এলাকা থেকে গ্রেপ্তার করে।
ধর্ষিতা গার্মেন্টসকর্মী মাসদাইর এলাকার আমেনা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
এ ঘটনায় অপু নামে অপর এক ধর্ষক পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত স্বপন একই এলাকার নারায়ণ চন্দ্র সাহার ছেলে ও পলতাক অপু অর্জুনের ছেলে।
ঘটনার পর ধর্ষিতার বাবা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের কাছে গেলে তিনি পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন বলে জানান ধর্ষিতার বাবা।
পরে এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, শুক্রবার সন্ধ্যায় স্বপন ও অপু ওই কিশোরীকে ঘুরতে যাওয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে অপু পলাতক রয়েছে। তাদের দুই জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে।



মন্তব্য চালু নেই