গাবতলীতে যৌথ অভিযানে র্যাব-পুলিশ : দফায় দফায় চলছে সংঘর্ষ
রাজধানীর গাবতলীতে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের সড়ক থেকে তুলে দিতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। এ সময় তাদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর থেকে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশের সদস্য গাবতলীতে আসতে শুরু করেছে। তারা পুরো এলাকা ঘিরে অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। ১২টার কিছু পর থেকে তারা অভিযান চালাচ্ছেন। এ সময় পুলিশকে টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে।
এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রবিউল ইসলাম নামে একজন দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশের র্যাকার ভ্যান ও গাবতলী টার্মিনালের পুলিশ বক্সে আগুন দেয়।
উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনার দুই মামলায় দুই ড্রাইভারকে যাবজ্জীবন ও ফাঁসির আদেশ দেন আদালত। এর জেরে মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগের অঘোষিত কর্মবিরতিতে গিয়েছে ড্রাইভাররা। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে তারা।
মন্তব্য চালু নেই