গান শুনলেই ঘুমিয়ে পড়ে হাতি (ভিডিও)

ঘুমপাড়ানি গান শুনিয়ে সন্তানদের ঘুম পাড়ানোর কথা অনেক শোনা যায়। তবে গান শুনিয়ে হাতিকে ঘুম পাড়ানোর বিষয়টি তেমন চোখে পড়ে না।

কিন্তু থাইল্যান্ডের চিয়াঙ্গ মাই এলিফ্যান্ট নেচার পার্কের দৃশ্যটা একটু ভিন্ন। এখানে ঘুমপাড়ানি গান না শুনে ঘুমায় না হাতির বাচ্চারা। আর যতবারই তারা এই গান শোনে ততবারই তারা ঘুমিয়ে পড়ে।

এ নিয়ে ‘সেভ দ্য এলিফ্যান্ট’ নামের একটি সংগঠন ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায়, নেচার পার্কের হাতি ফেমাই তার কেয়ারটেকার লেক চাইলার্টকে তার শুঁড় দিয়ে তার দিকে টেনে নিচ্ছে। এরপর দেখা যায়, লেক একটি কাপড় দিয়ে হাতির গায়ে বুলিয়ে দিচ্ছে আর তাকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছে।

এ দিকে গান শোনার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে হাতিটি। আর কিছুক্ষণের মধ্যে যেন তলিয়ে যায় নিদ্রার দেশে। ইউটিউবে ভিডিওটির বর্ণনা দিতে গিয়ে সংস্থাটি লিখেছে, ‘যদিও ফামাই বড় একটি হাতি কিন্তু যতবার সে লেকের কাছে ঘুমপাড়ানি গান শোনে প্রত্যেকবারই সে ঘুমিয়ে পড়ে।’

লেক চাইলার্টকে একজন হাতি বিশেষজ্ঞ বলে বর্ণনা করেছে থাইল্যান্ডের সংবাদমাধ্যমগুলো। ন্যাশনাল জিওগ্রাফি, দ্য ডিসকোভারি চ্যানেল, অ্যানিমেল প্ল্যানেট এবং বিবিসি-তেও তাকে নিয়ে প্রতিবেদন হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই