গাজীপুর স্টেশনে ট্রেনের ভাড়া নিয়ে ভুতুড়ে কাণ্ড

সরকারি সিদ্ধান্তে রেলের ভাড়া সাত থেকে নয় শতাংশ বাড়ানো হলেও গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের টিকেট কাউন্টারে যাত্রীদের দিতে হচ্ছে অনেক বেশি।

বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার প্রথম দিন গত শনিবার এখানে টিকেট কিনতে গিয়ে ধাক্কা খান যাত্রীরা। জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনের আসনবিহীন টিকেটের ভাড়া ছিল ৩৫ টাকা।

এদিন সেই টিকেটের দাম নেয়া হয় ৪৫ টাকা। অথচ সাত থেকে নয় শতাংশ বর্ধিত হালেও এটা বাড়ার কথা ছিল আড়াই থেকে সর্বোচ্চ সাড়ে তিন টাকা। কিন্তু নেয়া হয়েছে আট টাকারও বেশি।

শুধু তা-ই নয়, যাত্রীদের দেয়া হয়েছে ২০ টাকা দামের বলাকা ট্রেনের টিকেট। তাতে সিল মেরে লিখে দেয়া হয়েছে, ‘আন্তঃনগর আসনবিহীন বিশেষ টিকেট/জয়দেবপুর-ঢাকা বিমানবন্দ-ঢাকা/ভাড়া-৪৫.০০।’

ক্ষুব্ধ যাত্রীরা এ সময় প্রশ্ন করেন, ২০ টাকা মূল্যের বলাকা কমিউটার ট্রেনের টিকেটে সিল মেরে ৪৫ টাকা করা হয়েছে। এই টাকার কয় শতাংশ রেলওয়ের খাতায় জমা হবে?

তারা আরো প্রশ্ন করেন, সরকার ভাড়া বাড়ালো সাত থেকে নয় শতাংশ। জয়দেবপুর স্টেশন কর্তৃপক্ষ তার চাইতে এতো বেশি গুণ বাড়ালো কোন আইনে? তারা কি সরকারের আদেশ মানতে চান না?

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জয়দেবপুর স্টেশন মাস্টার শহীদুল ইসলাম বলেন, কর্তার ইচ্ছায় কর্ম।



মন্তব্য চালু নেই