গাজীপুরে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

গাজীপুরের টঙ্গীতে মোকছেদ আলী সেন্টু নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। আসামিরা পলাতক রয়েছে।

রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩১) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি আসামিরা টঙ্গীর এরশাদনগর এলাকায় মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নিহত সেন্টুর বাবা বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন। শুনানি শেষে রোববার দুপুরে বিচারক এই আদেশ দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন ফয়েজ উদ্দিন।



মন্তব্য চালু নেই