গাজীপুরে সমাবেশস্থলে জারি হচ্ছে ১৪৪ ধারা
বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি এবং ছাত্রলীগের পাল্টা-পাল্টি সমাবেশকে ঘিরে যেকোনো সময় ১৪৪ ধারা জারি করতে পারে প্রশাসন।
জেলা পুলিশ প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার সকাল সোয়া ১০টায় বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার দুপুরের আগে যেকোনো সময় পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জানমালের নিরাপত্তার স্বার্থে বদরে আলম কলেজ মাঠে ১৪৪ ধারা জারি হতে পারে।
সমাবেশকে ঘিরে পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে টঙ্গি ও জয়দেবপুর থানায় আলাদা অভিযান চালিয়ে টঙ্গি থানা যুবদলের সহ-সভাপতি বশির উদ্দিনসহ ৭ জনকে আটক করে পুলিশ।
এদিকে, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জনসভার সমর্থনে ভাওয়াল কলেজমাঠে ছাত্রলীগ বা বিএনপির কোনো তৎপরতা চোখে পড়েনি।
কলেজ ক্যাম্পাস জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রস্তুত রয়েছে জলকামান এবং রায়টগাড়ি।
আগামীকাল ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে বদরে আলম কলেজ মাঠে সমাবেশ ডেকেছে বিএনপি। এ সমাবেশ প্রতিত করতে একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।
মন্তব্য চালু নেই