গাজীপুরে শ্রমিক আহতের জেরে বাসে আগুন ও যানবাহন ভাঙচুর
গাজীপুরের চান্দনা চৌরাস্তা সংলগ্ন নলজানী এলাকায় দুর্ঘটনায় শ্রমিক আহতের জেরে বাসে আগুন ও যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদক্ষণ করেন। সোমবার দুপুরে ঢাকা-গাজীপুর সড়কে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত মো. মামুন (৩২) স্থানীয় টার্গেট ফাইনওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লিংকিং ডিস্ট্রিবিউটর। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই