গাজীপুরে রিমোট কন্ট্রোলসহ ৫ টাইমবোমা উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকার বালুর মাঠ থেকে রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোরে বোমাগুলো উদ্ধার করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরে জয়দেবপুর থানা পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। এসময় বালুর মাঠ থেকে রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা উদ্ধার করা হয়। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বোমাগুলো এনেছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু পুলিশের তৎপরতার কারণে তারা বোমাগুলো রেখে পালিয়ে যায়। দুর্বৃত্তদের গ্রেপ্তার করা সম্ভব না হলেও তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের পাশে এক ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
মন্তব্য চালু নেই