গাজীপুরে মূর্তি ভাঙার হুমকিদাতা গ্রেপ্তার

গাজীপুরে পূজামণ্ডপের মূর্তি ভাঙার হুমকিদাতা শাহীন অরফে বুলেট নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারকৃত বুলেট কুতুবদিয়ার মৃত নাসির হোসেনের ছেলে।
মঙ্গলবার রাতে কালিয়াকৈর বাজারের পাশে পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে পরে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত বুলেট পূজামণ্ডপে গিয়ে স্যাণ্ডেল হারিয়ে ফেলে। এনিয়ে মণ্ডপের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তার বিষয়টি না মেটানো হলে সে প্রতিমা ভেঙ্গে ফেলবে বলে হুমকি দেয়। পরে পূজা উদযাপন কমিটি তা র্যাবকে অবগত করলে র্যাব তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে।
মন্তব্য চালু নেই