আসামীবাহী প্রিজন ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৬

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে আসামিবাহী একটি প্রিজন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ততপক্ষে ১৩ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, বিভিন্ন মামলার ১১ জন আসামি নিয়ে উপপরিদর্শক (এসআই) নুর আসাদের নেতৃত্বে ৫ সদস্যের একটি পুলিশ দল লেগুনায় করে গাজীপুর কোর্টে যাচ্ছিল। লেগুনাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়িতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় এক জন। চালক-হেলপারসহ ১৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও ৫ জন।

প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।



মন্তব্য চালু নেই