গাজীপুরে টিউবওয়েলের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাজীপুরের শুকুন্দিরবাগ এলাকায় একটি সাবমারসিবল টিউবওয়েল গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত অবস্থায় অপর এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, গাজীপুর সিটি করপোরেশনের সুকুন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভবনের গেটের পাশের একটি সাবমারসিবল টিউবওয়েল স্থাপনের জন্য বেশ কিছুদিন আগে গর্ত করা হয়। টিউবওয়েল স্থাপনের জায়গাটি পরিত্যক্ত হওয়ায় ওই গর্ত ভরাট করা হয়। কিন্তু সঠিকভাবে জায়গাটি ভরাট না করায় গতকালের (শুক্রবার) বৃষ্টিতে চোরাগর্ত সৃষ্টি হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি শ্রেণির শিক্ষার্থী রোমান ও হাবিবুল ইসলাম সানি অসাবধানতাবশত সাবমারসিবলের ওই গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে। এর মধ্যে রোমানকে মৃত ও সানিকে আহতাবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল করিম।
মন্তব্য চালু নেই