গাছকে বিরক্ত না করাই ভাল কারণ রাতের বেলা গাছেরাও ঘুমোয়!

রাতের বেলা ফুল না তুলে গাছকে বিরক্ত না করাই ভাল। কারণ, তারাও দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এমনটাই জানা গিয়েছে নতুন গবেষণায়। বলা হয়েছে, রাতে গাছের আকারের পরিবর্তন দেখে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে গাছেরাও রাতে ঘুমিয়ে পড়ে। যে কোনও প্রাণীর ক্ষেত্রে দিন ও রাতে শারীরিক কিছু পরিবর্তন হয়। গাছও তার ব্যতিক্রম নয়।

ফুলেরা সকালে খুলে যায়। কিছু কিছু গাছের পাতা রাতের বেলায় নিয়ে পড়ে। আর এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে চালাতেই এই সত্য উদঘাটন হয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। লেজার স্ক্যানারের

মাধ্যমে গাছের প্রতিক্রিয়া পরীক্ষা করেছিলেন অস্ট্রিয়া, ফিনল্যান্ড, হাঙ্গারির বিজ্ঞানীরা।
জিওসপাটিয়াল রিসার্চ ইন্সটিটিউটের অধ্যাপক এটু পুত্তোনেন জানান, ‘গাছের পাতা ও শাখার আকার দেখে বোঝা গিয়েছে, গাছেরা রাতে ঘুমিয়ে থাকে।’ নির্দিষ্ট সময়ে গাছের আকারের এই পরিবর্তন হয় বলেও জানিয়েছেন তিনি। অস্ট্রিয়া ও ফিনল্যান্ডের গাছের উপর এই গবেষণা চালানো হয়েছে। তবে সূর্যের আলোয় গাছেরা জেগে ওঠে, নাকি তাদের স্বাভাবিক নিয়মে নির্দিষ্ট সময়ে জেগে ওঠে, সে বিষয়টি স্পষ্ট নয়।

সূত্র-কলকাতা২৪



মন্তব্য চালু নেই