গলায় ওড়না পেঁচিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম নাইম ইবনে রেজা পিয়াস (২১)। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত পিয়াস ঢাবির গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পিয়াস। বাসার লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পিয়াসকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে রূপনগর থানার এসআই আজিজুল হক জানান, পিয়াসের বাবা শাহ আব্বাস একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তাদের বাসা রাজধানীর রূপনগর থানা এলাকার ব্লক জে, সেকশন ১১ বর্ধিত পল্লবীতে।
মন্তব্য চালু নেই