গরুর হাটে ইজারাদারদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজধানীর গাবতলীতে গরুর হাটে ইজারাদাররা চাঁদাবাজি করায় মাংসের দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব রবিউল আলম বলেন, গাবতলী গরুর হাটে ইজারাদাররা কোনো আইন মানেন না। তারা ইজারার শর্ত ও সরকারের আদেশ অমান্য করে মাংস ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা আদায় করছেন। এ কারণে গরুর-ছাগলের দাম বেশি পড়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মিন্টু।



মন্তব্য চালু নেই