‘গরুর মূত্র ক্যান্সার নিরাময়ে কাজ করে’

গরুর মূত্র ক্যান্সার নিরাময়ে কাজ করে বলে দাবি করেছেন ভারতের রাজ্যসভার বিজেপি সাংসদ শঙ্করভাই এন। বৃহস্পতিবার গোহত্যা বিরোধী ভাষণ পেশ করার সময় এ দাবি করেন তিনি।

গতকাল রাজ্যসভায় একটি বিতর্কে তিনি বলেন ”যদি আপনি নিজেকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে চান তাহলে গরুদের রক্ষা করুন। গোমূত্র পান করলে সম্পূর্ণভাবে সেরে যেতে পারে ক্যান্সার।”

তবে নিজের দাবির স্বপক্ষে বৈজ্ঞানিক কোনও ব্যাখা তিনি অবশ্য দিতে পারেননি।

তাঁর দাবি গোবর ও গোমূত্র ক্যান্সার সহ আরও বহুবিধ দূরারোগ্য ব্যাধি সারিয়ে ফেলতে পারে। রাজ্যসভায় এই বিজেপি সাংসদ আরও বলেন ‘গোহত্যা আসলে ‘পাপ’। বেদে গরুকে মা রূপে বর্ণনা করা আছে। তাঁর বক্তব্য ”কিছু ব্যক্তি গোমাংস খেতে উঠে পড়ে লেগেছে। গরুদের রক্ষা না করলে এ দেশকেও রক্ষা করা যাবে না।
এর সঙ্গেই জৈব চাষেও গোবরের উপকারিতা ব্যাখা করে তিনি গোরু সংরক্ষণের দাবি জানিয়েছেন।

সূত্র: জিনিউজ



মন্তব্য চালু নেই