গরীবের চালও লুটপাট করছে ক্ষমতাসীনরা : দুদু

১০ টাকা কেজি দরে গরীব মানুষকে চাল দেয়ার নামে ক্ষমতাসীনারা সারাদেশে গরীবের চাল লুটপাট শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, যদি কেউ চাল চুরি করে কাউকে ছাড়া হবে না। এতে প্রমাণ করে গরীবের চাল চুরি হচ্ছে।

চাল বিতরণে দলীয়করণের অভিযোগ করে তিনি বলেন, গরীব মানুষের নামে কার্ড ইস্যু করার কথা থাকলেও স্বচ্ছল ব্যক্তিরা কার্ড পাচ্ছেন। ডিলার নিয়োগ করা হয়েছে ক্ষমতাসীনদের নেতাকর্মীদের। তালিকা প্রণয়নের নামে বিপণন কার্ডও বিক্রয়ে ভাওতাবাজি লক্ষণীয়।

দুদু বলেন, ১০ টাকায় ক্রয় করে সরকারদলীয়রা ব্যবসায়ীদের কাছে বেশি দামে গরীবের চাল বিক্রি করছে। অনেক স্থানে আবার ওজনে কম দেয়া হচ্ছে। ৩০ কেজির কথা বলে ৮/১০ কেজি দেয়া হচ্ছে। খাদ্য অধিদফতর থেকেও নিম্নমানের চাল দেয়ার অভিযোগ উঠেছে।



মন্তব্য চালু নেই