গরমে লেন্স পরার ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য বিষয়!

চোখের সমস্যা নয় বরং এখন ফ্যাশন সচেতনদের কাছে বেশ জনপ্রিয় বিভিন্ন রংয়ের কন্ট্যাক্ট লেন্স। তবে গরমে সঠিকভাবে না পরলে বা যত্ন না নিলে লেন্স নষ্ট হয়ে যেতে পারে।

লাইফস্টাইলবিষয়ক একটি ওয়েবসাইটে গরমে লেন্স পরার ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরা হয়।

* সানগ্লাস পরুনঃ চোখ এবং কন্ট্যাক্ট লেন্স শুষ্ক করে ফেলতে পারে অতিরিক্ত রোদ। সে কারণেই সানগ্লাস পরা উচিত। সরাসরি রোদের তাপ থেকে চোখ সুরক্ষিত রাখে সানগ্লাস। ক্ষতিকর ‘ইউভি’ রশ্মি থেকেও বাঁচাবে সানগ্লাস। কন্ট্যাক্ট লেন্স শুষ্ক হয়ে গেলে তা শক্ত হয়ে যায়, যা চোখের জন্য ক্ষতিকর।

* একবার ব্যবহারযোগ্য লেন্সঃ ‘ওয়ান টাইম ইউজ’ লেন্সগুলো গরমে ব্যবহার বেশ ঝুঁকিপূর্ণ।

* সরাসরি এসির বাতাস এড়িয়ে চলুনঃ এসি’র শীতল বাতাস পরিবেশ শুষ্ক করে ফেলে। তাই লেন্স পরা অবস্থায় চোখে যদি এসির বাতাস সরাসরি লাগে তাহলে লেন্স শুকিয়ে যেতে পারে। তাই এসির বাতাস যেন সরাসরি চোখে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

* চোখে অ্যালার্জির সমস্যা হলেঃ দীর্ঘসময় লেন্স পরা থাকলে অনেক সময় শুষ্ক হয়ে যায়। ফলে চোখে অ্যালার্জি হয়ে জ্বালাপোড়া বা চুলকানোর সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যায় চোখের উপর ঠাণ্ডা পানির বোতল চেপে ধরতে পারেন। আর লেন্স খুলে ফেলার পর অবশ্যই চোখে পানির ঝাপটা দিতে হবে।



মন্তব্য চালু নেই