গভীর সাগরে ডুবে যাওয়া কয়লা বোঝাই জাহাজটি উদ্ধারে পদক্ষেপ নেই

মংলায় গভীর সাগরে কয়লা বোঝাই জাহাজ উদ্ধারে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তীব্র স্রোতের কবলে পড়ে এমভি আইজগাতি জাহাজটি ডুবে যায়। তবে কয়লাবোঝাই জাহাজডুবিতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে বন বিভাগ জানিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় মোবাইল ফোনে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ‘কয়লা বোঝাই জাহাজডুবিতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।’

কারণ হিসেবে তিনি বলেন ‘কয়লাবোঝাই কার্গো জাহাজটি যে স্থানটিতে ডুবেছে তা সুন্দরবনের শেষ প্রান্ত থেকে ২০-৩০ মাইল দূরে একদম সাগরে।’

অতীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির উদাহরণ টেনে সাইদুল ইসলাম বলেন ‘সুন্দরবনের নিকটে পশুর নদীতে অতীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবলেও কোনো ক্ষতি হয়নি। তাই এ ক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা নেই।’

এদিকে বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া কার্গো জাহাজটির উদ্ধারকাজ শুরু হয়নি নিশ্চিত করে মংলা বন্দরের হারবার বিভাগের মো. সৈয়দ বলেন ‘কার্গো জাহাজটি হিরণ পয়েন্ট ও ফেয়ারওয়ে বয়ার মাঝামাঝি ডুবেছে। ভাটির সময় মাস্তুল দেখা যাচ্ছে। তবে অন্যান্য জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে না। জাহাজ ডোবার পর থেকে তিনটি বড় জাহাজ ওই রুট দিয়ে মংলা বন্দর ত্যাগ করেছে এবং একটি জাহাজ প্রবেশ করেছে।’

সৈয়দ জানান, কার্গো জাহাজটি উদ্ধারে মালিক পক্ষকে মংলা বন্দর কর্তৃপক্ষ চাপ দেবে। জাহাজটি উদ্ধারে আরো দুই একদিন সময় লাগবে।



মন্তব্য চালু নেই