গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ১৪টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হয়েছে।

এবারের পরীক্ষা সকাল ও দুপুর এই দুই শিফটে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মে শেষ হবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মূর্তজা আলী বলেন, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে শেষ করেছি।

উল্লেখ্য, ১৪টি বিভাগে এবার প্রায় ৩ হাজার শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে।



মন্তব্য চালু নেই