গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২৫ এপ্রিল

অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করা, পরিচালনা ও মেধাবীদের মাঝে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আগামি ২৫/০৪/০১৫ ইং,শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ।

বিশ্ববিদ্যালয়ের মোট ১৪ টি বিভাগের মধ্যে নির্বাচনে অংশ গ্রহণ করবে আইন, ইংরেজি, বাংলা, ফলিত গণিত ও মেডিকেল ফিজিক্স এন্ড বায়মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অন্যান্য বিভাগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছে ।
ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, নির্বাচন সম্পর্কিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে ।

নির্বাচনের ভোট গ্রহন সকাল ১০ টা থেকে বিরতিহীন দুপর ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে ।
উল্লেখ্য , গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ছাত্র সংসদ ।
ওমর ফারুক সোহান



মন্তব্য চালু নেই