গণ বিশ্ববিদ্যালয়ে অরিয়েন্টেশন ও জাতীয় স্মৃতিসৌধে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত
জাতীয় স্মৃতিসৌধে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে ১৯ এপ্রিল রবিবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন,কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন অনুষদের ডীন, অধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী।
গণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সার্বিক বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মনজুবা শামস, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে সাধারণ মানুষের সার্বিক কল্যাণ সাধন ও সমাজ সচেতন উচ্চশিক্ষা প্রসারের ব্রত নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের নাগরিক কোলাহলমুক্ত প্রাঙ্গণে গড়ে উঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয় সাভারে নিজস্ব প্রায় ১৫ একর জমির উপর নির্মিত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। গণ বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় দেশের বরেণ্য শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে।
মন্তব্য চালু নেই