গণবিশ্ববিদ্যালয়ে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’ শীর্ষক সেমিনার
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বেসিস স্টুডেন্টস ফোরামের পৃষ্ঠপোষকতায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’ উপলক্ষে এক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সি এস ই বিভাগের ল্যাব রুমে শিক্ষার্থীদের অংশগ্রহনে এই এক্টিভেশন ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় ক্যাম্পেইনে বেসিস স্টুডেন্ট ফোরামের গণ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কনভেনার আবির হোসাইন, এক্সিকিউটিভ মেম্বার মোঃ রিফাতসহ অন্যান্য শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈশ্বিক বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান খুজে পাবার লক্ষে বিশ্বের অন্যান্য শহরের মত বাংলাদেশেও বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়ার এন্ড ইনফরমেশন সার্ভিসেস এর উদ্যোগে ‘তোমার সৃষ্টিশীলতা আমাদের গর্ব’ স্লোগানকে প্রতিপাদ্য করে দেশের ৮ টি বিভাগীয় শহরে বড় পরিসরে আগামী ২৯ ও ৩০ এপ্রিল দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা দলগুলো বিশ্বব্যাপী আয়োজিত “নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ২০১৭” এরচুড়ান্ত পর্বের জন্য মনোনীত হবেন যা নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হবে ।
এসময় গণ বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের সহকারী লেকচারার শাহরিয়ার সেতু বলেন, নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ২০১৭’’ প্রতিযোগিতা আমাদের দেশব্যাপি ছড়িয়ে থাকা মেধাবীদের অন্বেষণে সহায়তা করবে।এছাড়া শিক্ষার্থীদের উদ্দ্যেশে নিজেদের মেধাকে মেলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাসার স্পেস অ্যাপ চ্যালেঞ্জ অনুষ্ঠানটি নিয়ে আমরা খুবই আশাবাদী কারণ এর মাধ্যমে আমাদের মাঝে লুকিয়ে থাকা চমৎকার সব চিন্তাধারা বের হয়ে আসবে।
মন্তব্য চালু নেই