গণবিশ্ববিদ্যালয়ে ঔষধি গাছের প্রদর্শনী

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের আয়োজনে ৬ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমীক ভবনের ২১০ নং কক্ষে ঔষধি গাছের (মেডিসিনাল প্লান্ট) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ফার্মেসী বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. মেসবাহ উদ্দিন আহমেদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন।এসময় ফার্মেসী বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ তিনি শিক্ষার্থীদের প্রদর্শিত ঔষধি গাছ এবং গাছের ঔষধি গুণাগুণ সম্পন্ন অংশের প্রদর্শনী ঘুরে দেখেন।

এই প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে প্রদর্শনীর তত্ত্বাবধানে থাকা ফার্মেসী বিভাগের শিক্ষক মোঃ মনির হোসেন জানান, ‘ ওষুধের অন্যতম উৎস গাছ। সব গাছ অবশ্য এর অন্তর্ভুক্ত নয়। চিকিৎসা বিজ্ঞানে এসকল গাছকে ঔষধি গাছ বা মেডিসিনাল প্লান্ট হিসাবে আখ্যায়িত করা হয়। শিক্ষার্থীদের তাদের চারপাশে ছড়িয়ে থাকা ঔষধি গাছ, এর ব্যবহার্য অংশ, গুণাগুণ সম্পর্কে সঠিকভাবে অবহিত করতেই এমন আয়োজন’।



মন্তব্য চালু নেই