গণতন্ত্র উদ্ধারে শপথ নিল সিলেট যুবদল

সিলেটে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যুবদল নেতাকর্মীরা দেশের নির্বাসিত গণতন্ত্র উদ্ধারের শপথ গ্রহণ করেন। তারা খালেদা জিয়ার নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রাম ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ারও শপথ নেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘কর্মক্ষম বেকার যুবকদের দেশের উন্নয়নে কাজে লাগানোর জন্য স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। খালেদা জিয়ার আহ্বানে চলমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের পতন ঘটানোর জন্য যুবদলকে ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ তিনি গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, নাসিম হোসেইন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, স্বেচ্ছাসেবকদল মহানগর শাখার আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ হোসেন শামীম, এমদাদ হোসেন চৌধুরী, জেলা শ্রমিকদলের সহসভাপতি মাশুক এলাহি চৌধুরী, সাধারণ সম্পাদক সুরমান আলী, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী জাহানারা ইয়াসমিন, মহানগর বিএনপির মাহবুব চৌধুরী, সিটি প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, শাহনাজ বেগম মুন্নী, ফাতেমা জামান মুন্নী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।

আলোচনা সভায় জেলা যুবদল নেতা শাহাবুদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া, জিয়া পরিবারসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।



মন্তব্য চালু নেই