গণতন্ত্রের সুফল পেতে জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা ও দূর্নীতির আগাছা উপড়ে ফেলতে হবে
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : গণতন্ত্রের সুফল পেতে জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতার আগাছা এবং দূর্নীতির আগাছা উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার সকালে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ২০১৬/২০১৭ প্রশিক্ষণ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, উন্নয়নের সুফল ঘরে তুলতে হলে দলবাজী ও র্দুনীতির আগাছাও ঝেরে ফেলতে হবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের গণতন্ত্রের পরিচ্ছন্ন কর্মী উল্লেখ করে মন্ত্রী বলেন, জঙ্গীবাদের মত দানবদের ধ্বংস করার প্রতিজ্ঞা নিতে হবে ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন থাকতে হবে।
এসময় মন্ত্রী ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।
এই প্রশিক্ষণে ৪৫০ জন ক্যাডেট প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগে: জেনারেল এস এম ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য চালু নেই