গণতন্ত্রকে মুখোশ পরিয়ে রাখা হয়েছে

দেশে গণতন্ত্রকে মুখোশ পরিয়ে রাখা হয়ে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কারো কথা বলার অধিকার নেই। আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্যে রয়েছি। গণতন্ত্রের মুখোশ পরিয়ে রাখা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দির ১০০০ দিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কেউ ভিন্নমত পোষণ করলেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

বিএনপির অনেক ত্রুটি আছে স্বীকার করে গণতন্ত্র ও জাতীয় স্বার্থে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, ‘আমাদের অনেক ত্রুটি রয়েছে। অনেকদিন ধরে আমরা বিরোধী দলে আছি। আন্দোলনে হয়তো সেভাবে সফলতা অর্জন করতে পারিনি। তবে প্রতিটি আন্দোলনেও উত্থান-পতন থাকে। আশার কথা, জনগণ জেগে উঠছে। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- কলামিস্ট ফরহাদ মজহার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী প্রমুখ।



মন্তব্য চালু নেই