গণছুটিতে যাওয়ার হুমকি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের

অষ্টম বেতন কাঠামোতে মর্যাদা অবনমনের সুরাহা না করলে গণছুটিতে যাওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা ঘোষণা দেন, দাবি আদায়ের জন্য তারা ১৪ জানুয়ারি পর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। না হলে ১৫ তারিখ থেকে সবাই কর্মবিরতিতে যাবেন।

উল্লেখ্য, ঘোষিত পে-স্কেল সংশোধন করে প্রবেশ পদে (সহকারী পরিচালক) বিসিএস কর্মকর্তাদের সমান গ্রেড অর্থাৎ অষ্টম গ্রেড দেওয়া, নির্বাহী পরিচালকদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিও দীর্ঘদিনের।

নতুন বেতন কাঠামোতে সদ্য যোগ দেওয়া সহকারী পরিচালকদের পদ ৮ম থেকে নামিয়ে ৯ম গ্রেডে নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের সর্বোচ্চ নির্বাহী পদ প্রথম গ্রেডে থাকার কথা থাকলেও তা রাখা হয়নি।



মন্তব্য চালু নেই