গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের স্ত্রী, চালকসহ নিহত ৩

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কার্ভাডভ্যানের ধাক্কায় লেগুনার চালক ও পুলিশ কনস্টেবলের স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, লেগুনার চালক শাহওেয়াজ (৫০) ও পুলিশ কনস্টেবল নেপাল রায়ের স্ত্রী শিল্পী রায় (৩০) ও অজ্ঞাতনামা পুরুষ (৩২)।

নিহতের মধ্যে লেগুনা চালকের বাড়ি নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার মুগদাপাড়া ও শিল্পী রায়ের বাড়ি গজারিয়ার ভবেরচর এলাকায়।এ দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নেপাল রায়ও আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, সোনারগাঁ থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিকে থেকে একই পথগামী একটি কার্ভাডভ্যান ধাক্কা দেয়। এতে লেগুনার ৫-৬ যাত্রী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ৩ জন মারা যায়।



মন্তব্য চালু নেই