গজারিয়ায় কার্ভাডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত
নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে কার্ভাডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-পিকআপভ্যানের চালক আব্দুর রহমান (২৫) ও হেলপার আব্দুল কাদের (১৮)। শরীয়তপুর জেলার জাজিরার নিহতের বাড়ি।
ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই আবুল হাশেম জানান, কার্ভাডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল। ভোর ৪টার দিকে মহাসড়কের গজারিয়ার বাউশিয়া এলাকায় পৌছলে কার্ভার্ডভ্যানটি পেছনে থেকে পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটিতে পুলিশ জব্দ করেছেন।
মন্তব্য চালু নেই