খেলবেন না গেইল : কারণ দেখিয়ে সরিয়ে নিলেন নিজেকে, হৃদয় ভাঙল ক্রিকেটপাগলদের

ক্রিস গেইল নিজেই বেঁকে বসলেন। জানিয়ে দিলেন নিজের মতামত। তিনি যে খেলতেই চাইছেন না তা জানার পরেই মাথায় আকাশ ভেঙে পড়েছে সবার। ক্রিকেটভক্তরাও নিরাশ হয়েছেন। শুধু গেইল নন, শ্রীলঙ্কার দু’ তারকাও খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী বাঁ হাতি ব্যাটসম্যান এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ খেলতে পাক-মুলুকে। কিন্তু পাকিস্তান যে অশান্ত। পর পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে পাকিস্তানে। সেখানে রক্তের নদী। এমন অশান্ত পরিস্থিতিতে গেইল ফাইনাল ম্যাচে নামতে চাইছেন না। লাহোরে ফাইনালের আসর বসছে। সেখানে যেতে চাইছেন না ‘ক্যারিবিয়ান দৈত্য’। গেইলের সুরে সুর মিলিয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনেও। করাচি কিংগসের হয়ে খেলছেন এই ত্রয়ী। তিন বিদেশি ক্রিকেটারের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগের কর্তাদের মাথায় হাত উঠেছে। নিজেদের মধ্যে আলোচনা সেরে পিএসএল-এর কর্তারা স্থির করেছেন, ফাইনাল হবে লাহোরেই। বিদেশি ক্রিকেটাররা নিরাপত্তার কারণে নিজেদের সরিয়ে নিলেও ফাইনালের ভেন্যু বদলানো হবে না কোনওমতেই। উল্লেখ্য, ৫ মার্চ পিএসএলের ফাইনাল হবে।



মন্তব্য চালু নেই