খুলে দেওয়া হলো ফেসবুক

অবশেষে খুলে দেওয়া হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক। তবে হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বন্ধ থাকা মোবাইল অ্যাপগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের সবুজ সংকেত পাওয়ার পরপরই ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ফেসবুক খোলার ব্যাপারে এইমাত্র সরকারের নির্দেশনা পেয়েছি। জনগণের জন্য ফেসবুক খুলে দিচ্ছি।’

পরে তিনি সাংবাদিকদের সামনেই বিটিআরসি চেয়ারম্যানকে ফোন করে এখনই ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ দেন। তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

তিনি আরো বলেন, ফেসবুক বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয়েছে।

এদিকে প্রতিমন্ত্রীর ঘোষণার পরপরই এ ব্যাপারে বিটিআরসির সচিব সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমাদের চেয়ারম্যান সচিবালয়ে আছেন। তিনি এলেই ফেসবুক খুলে দেওয়া হবে।’

প্রতিমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণ পরেই জনগণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলতে পেরেছেন। স্ট্যাটাস দিয়ে অনেকেই সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।



মন্তব্য চালু নেই