খুচরা নোট চোরেও নেয় না!
ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে স্টেশন মসজিদে চুরি হয়েছে। কিন্তু দানবাক্স ও সিন্দুকের ভেতরে থাকা সব খুচরা নোট ফেলে রেখে যায় চোর।
রোববার রাতে ইমামের কোয়াটার ও মসজিদের গ্রিল ভেঙে লোহার সিন্দুক ও দুটি দানবাক্স থেকে এ চুরি সংঘটিত হয়।
মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা জায়েদুল হক জানান, সোমবার ফজরের নামাজের আযান দিতে এসে মসজিদের জানালার গ্রিল, সিন্দুকের তালা, দানবাক্সের তালা ভাঙ্গা ও এলোমেলো অবস্থা দেখে তিনি মুসুল্লি ও মসজিদ কমিটিকে জানান।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, দানবাক্সে ও লোহার সিন্দুকে কত টাকা ছিল তা বলা যাবে না। তবে ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার অসংখ্য নোট থাকলেও চোর সেগুলো নেয়নি।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য চালু নেই