খুঁটিনাটি প্রয়োজনে টুকিটাকি টিপস

উপায় জানা থাকলে সব জটিলতায় সহজ মনে হয়। কিন্তু উপায় জানা না থাকলে সামান্য সমস্যাও অনেক বড় হয়ে দাঁড়ায়। সংসারে নানা কাজে সামনে হাজির হয় এমন কিছু খুঁটিনাটি সমস্যা। তাই আপনার কাজকে সহজ করতে রইলো টুকিটাকি কিছু টিপস।

* অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে ভ্যাপসা গন্ধ বের হতে থাকে। দু-তিনটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিন মুহূর্তেই গন্ধ চলে যাবে।
* কাঠের আসবাবপত্র চা-পাতা ফোটানো ঠাণ্ডা পানি দিয়ে পালিশ করুন। দেখবেন নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।
* চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোঁটা ভিনেগার দিয়ে কাঁচ পালিশ করুন।
* বাথরুমের টাইলস একদম হলদে হয়ে গেছে? ডিটারজেন্টের সঙ্গে একটা লেবুর রস ও এক চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের ঘষে দেখুন, ঝকঝক করবে।
* স্টিলের বাসন থেকে কোম্পানির নাম লেখা স্টিকারটি তোলা খুবই ঝামেলা। পাত্রের স্টিকার লাগানো অংশের উল্টোপিঠ তাতিয়ে নিন। স্টিকার সহজে উঠে আসবে।খুঁটিনাটি১



মন্তব্য চালু নেই