খিলক্ষেতে গাড়ি চালককে পিটিয়ে হত্যা

রাজধানীর খিলক্ষেতে এক গাড়ি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই গাড়ি চালকের নাম কিছমত আলী (৪২)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে থানার পূর্ব কুড়াতলী এলকায় পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়।

ব্যক্তিগত গাড়ির চালক কিছমতের বাবা মৃত আবুল হোসেন। তিনি খিলক্ষেত এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল রাতে খিলক্ষেতের পূর্ব কুড়াতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে সহোদর তিন ভাই সাজু, রাজু ও তপু কিছমতকে মারধর করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় এক লোক আহত অবস্থায় উদ্ধার করে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

ময়নাতদন্তের জন্য কিছমতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।



মন্তব্য চালু নেই