খিলক্ষেতে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ

রাজধানীর খিলক্ষেতের বেল্লা এলাকায় আজ শনিবার ভোরে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছে। সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।

গুলিতে আহত ব্যক্তিরা হলেন সৌধ মিয়া (৫০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও ছেলে আবদুল আলিম (২৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক ব্যক্তির নাম হামিদুর রহমান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে সৌধ মিয়ার চাচাতো ভাই ধলু মিয়ার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হচ্ছিল। ধলু মিয়া প্রতিবাদ জানালে ড্রেজারের মালিক হামিদুরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধলু মিয়াকে মারতে উদ্যত হন হামিদুর। চিৎকার শুনে ওই এলাকার পাশ থেকে সৌধ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে হামিদুর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সৌধ মিয়া, তাঁর স্ত্রী ও ছেলে গুলিবিদ্ধ হন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খানের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারী হামিদুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই