খাল পেরুতেও বিমান! (ভিডিও)

আকাশ পথে ঘন্টার পর ঘন্টা ভ্রমণে আপনি যখন ক্লান্ত তখন বিশ্বের সবচেয়ে কম সময়ের আকাশ ভ্রমণের খবরে আপনি হেসে ফেলতে পারেন। ৩০ মিনিট বা ১০-২০ নয়, চার-তিন-দুই কোনোটাই নয়, এই ভ্রমণে আপনার খরচ হবে স্রেফ এক মিনিট! ‍হাওয়া ভালো থাকলে মাত্র ৪৭ সেকেন্ডেও হয়ে যেতে পারেন। আর ওঠানামার জন্য আলাদা করে মিনিট দুয়েক ধরে রাখতে হবে।

কি বিশ্বাস হচ্ছে না! কিচ্ছু করার নেই, জোর করে হলেও মানতে হবে কারণ, স্কটল্যান্ডের অর্কনে দ্বীপের ওয়েস্টট্রে বিমানবন্দর থেকে পাপা ওয়েস্টট্রে বিমানবন্দরের দূরত্ব মাত্র দুই দশমিক আট কিলোমিটার। মাঝখানে এক চিলতে খাল। এই এক চিলতে খালের জন্যই এতো কাহিনী! তাও উড়োজাহাজের হিসাবে সেটাকে খাল না বলে নালা বলাই ভালো।

১৯৬৭ সাল থেকে বাণিজ্যিকভাবে এ আন্তঃদ্বীপ ফ্লাইটটি চালু হয়। প্রতি ফ্লাইটে মাত্র আট জন যাত্রী এ বিশেষ ভ্রমণ সুবিধা পাবেন। তবে স্কটিশ এয়ারলাইন বর্তমানে মানুষের পাশাপাশি মালামাল বহনের সেবাও দিচ্ছে।

343508,xcitefun-shortest-commercial-flight-1 446226658_640 shortest-flight-1[5]



মন্তব্য চালু নেই