খালেদা-তারেককে যে পরামর্শ দিলেন সুরঞ্জিত
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য খালেদা-তারেককে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি বলেছেন, ‘এমাজউদ্দিন সাহেব সিটি করপোরেশেন নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলেছেন। এ জন্য তারা সরকার ও নির্বাচন কমিশনকে কাজ করার কথা বলছেন। আমি বলব, আগে লেভেল প্লেয়িং ফ্লিড তৈরির জন্য খালেদা-তারেক কমিশনে গিয়ে দাবি জানাক।’
রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বুধবার দুপুরে চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে গিয়ে লেভেল প্লেয়িং ফ্লিড চাওয়ার আগে জনগণের কমিশনে গিয়ে আপনাদের বোমাবাজী-সন্ত্রাস বন্ধের রাজনৈতিক ঘোষণা দিন।’
তিনি বলেন, ‘হরতাল-অবরোধে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় না। এমাজউদ্দিন সাহেব এটা তো আপনি জানেন। খালেদা-তারেক কমিশনে গিয়ে লেভেল প্লেয়িং ফ্লিড তৈরীর দাবি জানাক। উনাদের এই বোমাবাজী-সন্ত্রাসের কারণে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।’
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘আইন ও আইনের শাসন নির্বিঘ্নে চলতে দিতে হবে। এটাকে নির্বাচনীয় বিষয়াদীর মধ্যে টেনে আনলে হবে না। হরতাল-অবরোধের রাজনীতি থেকে বেরিয়ে আসলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রশ্ন উঠতে পারে।’
সাবেক মন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে দুই পক্ষের (শেখ হাসিনা-খালেদা জিয়া) কারো জয়-পরাজয় নেই। নির্বাচনের রায় যাই হোক উভয় পক্ষরই বিজয় হবে। জয় হবে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতির।’
মন্তব্য চালু নেই