খালেদা জিয়া মঙ্গলবার লন্ডন যাচ্ছেন

বেশ কয়েক দফায় সফর পেছানোর পর অবশেষে আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে সপরিবারে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান।

বিএনপি নেত্রীর উপস্থিতিতে রোববার রাতে দলের সিনিয়র নেতাদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন লন্ডন যাচ্ছেন। আমরা তাকে অনুরোধ করেছি, এবার ঈদুল আজহা যেন তিনি সেখানে কাটিয়ে আসেন।’

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সারোয়ারী রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই